মাত্র এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের পোশাকবাজারে বাংলাদেশ নাটকীয় পরিবর্তন দেখিয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৪৯৮ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। গত বছরের একই সময়ে বাংলাদেশ ৪৫৭ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছিল। যদিও ২০২৩ সালের একই সময়ে এই আয় ছিল প্রায় ৫১০ কোটি ডলার। অটেক্সার তথ্য অনুযায়ী, গত বছর (২০২৪) জানুয়ারি-জুলাই সময়ে এই বাজারে দেশের রফতানি কমেছিল ১০ শতাংশের বেশি। অথচ চলতি বছর (২০২৫) একই সময়ে রফতানি বেড়েছে ২১ দশমিক ৬৬ শতাংশ। শুধু রফতানির অঙ্কই নয়, পরিমাণ ও গড় দাম—সব দিক থেকেই বাংলাদেশ দৃঢ় অবস্থান দেখিয়েছে। ফলে চীনের বাজার সংকোচনের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সরবরাহকারী দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা...