এএফসি অনূর্ধ্ব ২৩ বাছাইয়ে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২ গোলে হেরেছে বাংলাদেশ। গ্রুপে শনিবার (৬ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আরেক শক্তিশালী ইয়েমেন। প্রথম ম্যাচে ছিলেন না ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। তবে কাল খেলবেন। তাই আশাবাদী বাংলাদেশ দলও। আজ শুক্রবার অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক শেখ মোরসালিন ম্যাচ জেতার কথাই বললেন। মোরসালিন বলেন, ‘আসলে প্রথম ম্যাচে আমাদের প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি। কাল যেহেতু আমাদের ম্যাচ, আজকে ট্রেনিং সেশন ছিল। কোচেরা ইয়েমেন টিমের যেই দুর্বল দিক আছে, শক্তির দিক আছে। ওইগুলো নিয়ে আজকে একটা ভিডিও সেশন ছিল প্রাকটিসের আগে। আমি মনে করি কালকে আমাদের ডু-অর-ডাই ম্যাচ। যেকোনোও উপায়ে আমাদের জিততে হবে। আমার দলের সবার মেন্টালিটি এখন এটাই।’ এরপরই এই অ্যাটাকিং মিডফিল্ডার যোগ করেন, ‘আমাদের কমিটমেন্ট একটাই- কালকের ম্যাচ আমাদের জিততে হবে। আমাদের সামনে...