নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীসহ ২৯টি দল নির্ধারিত সময়ে ২০২৪ সালের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব (অডিট রিপোর্ট) নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। ইসিরসংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এ বছর জামায়াতে ইসলামীর আয় ও ব্যয় অন্য সব দলের চেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে আছে বিএনপি; এরপর জাতীয় পার্টির অবস্থান। দলগুলোর আয়-ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালে বিএনপির প্রায় দ্বিগুণ আয় করেছে জামায়াত। একই বছর দলটি ব্যয়ের দিক থেকেও বিএনপির অনেক ওপরে। ইসিতে জমা দেয়া হিসাবে অনুযায়ী, জামায়াতের ওই বছরের ব্যয় বিএনপির প্রায় পাঁচগুণ। আয়-ব্যয়ে বিএনপির পর জাপা, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ বিভিন্ন ব্যক্তি/সংস্থার কাছ থেকে জামায়াতের পাওয়া অনুদান মোট আয়ের ৪১ শতাংশ অনুদান ২০ হাজার টাকার বেশি হলে ব্যাংক চেকে নেয়ার বাধ্যবাধকতা রয়েছে, তবে জামায়াতের ব্যাংক...