বিয়ের প্রলোভনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি শিক্ষক জহুরুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। বিকালে র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার বেড়াগাড়ী পোয়ালগাছা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ও মামলা সূত্রজানায়, বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৩) গত ২৮ আগস্ট সকালে গাবতলী উপজেলার সুখানপুকুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। ৩০ আগস্ট বিকাল ৩টার দিকে বাড়িতে ফেরার জন্য সুখানপুকুর সিএনজি স্ট্যান্ডের দিকে রওনা দেয়। কিন্তু ওই ছাত্রী বাড়িতে না ফেরায় তার মামা ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করা হয়। তাকে না পাওয়ায় ওই দিন গাবতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়। ৩১ আগস্ট...