০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম রাজবাড়ীর গোয়ালন্দে ১২ ফুট উঁচুতে কাবা শরীফের আদলে উঁচু বেদি তৈরি করে ইমাম মাহাদী দাবীকারী নুরাল পাগলার মরদেহ দাফনের অভিযোগে মাজার ও লাশ পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উত্তেজিত জনতা দরবারে হামলা চালায়। এতে আহত হন দুই পক্ষের শতাধিক মানুষ। জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে নুরাল পাগল বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরিফ। আশির দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহদী দাবি করে আলোচনায় আসেন তিনি। ওই সময়ে তার বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয়। পরে ১৯৯৩ সালের ২৩ মার্চ জনরোষ এড়াতে তিনি মুচলেকা (অঙ্গীকারনামা) দিয়ে এলাকা ত্যাগ করেন। এর কিছু দিন পর তিনি আবার ফিরে...