নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের খুঁজিউড়া এলাকার ৭০ বছর বয়সী অসহায় শুক্কুরী বেগমের জীবন কাটছিল একটুখানি ঝুপড়িতে। চারপাশের দেয়ালে আর মাথার উপরে দুঃখের ছাউনি কম্বল, বর্ষার দিনে ঘরের ভেতরেই ঢুকে পড়ত আকাশের পানি। নিরাপদ থাকার মতো কোনো আশ্রয় ছিল না। আপনজন ছিলেন না, ভরসার কাঁধও নেই; কেবল প্রতিবেশীদের সহায়তায় কোনো রকমে বেঁচে ছিলেন তিনি।অবশেষে তার জীবন সংগ্রামে আশার আলো জ্বালালো একটি ঘর। শুক্কুরী বেগমকে নতুন ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুক্কুরী বেগমের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় জেলা, উপজেলা, পৌর বিএনপি, তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।ঘর পেয়ে খুশিতে ভরে উঠেছেন শুক্কুরী বেগম। কৃতজ্ঞতার অনুভূতিটি...