০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের প্রায় ৮০% হাওরই সিলেট অঞ্চলে অবস্থিত। হাওর শুধু মাছের জন্য নয়, গরু-ছাগলসহ অন্যান্য প্রাণিসম্পদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাওরকে ঘিরে টেকসই উন্নয়ন নিশ্চিত করা আমাদের জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত। একইসাথে আমাদের স্থানীয় মৎস্য সম্পদ সংরক্ষণ করা দরকার, কারণ স্থানীয় মাছের বৈচিত্র্যই আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, হাওরের কৃষিকে কীটনাশক ও বালাইনাশক মুক্ত করতে হবে। সম্পূর্ণ বালাইনাশক মুক্ত করা না গেলেও অন্তত নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, কারণ স্বাস্থ্যকর ও টেকসই মাছ উৎপাদন নিশ্চিত করা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, কিন্তু অতিরিক্ত আহরণ, নদীর নাব্যতা হ্রাস ও দূষণের...