শীর্ষনিউজ, ঢাকা:রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। মোহাম্মদপুরে থেকে গ্রেপ্তার ২৯ জন হলো: নুর আলম (২৫), হাসান (২৩), জুম্মান (২০), জুম্মান (১৯), আলী হোসেন (৩৬), ইব্রাহিম (২২), মুসা (২৫), শুভ (২০), নাহিম (২৩), জীবন (২২), আশিক (২৪), নাঈম (২০), রেজওয়ান (২৬), ফারাজ হোসেন পাপ্পু (৩৬), রাকিব (২৩), টুটুল (১৯), মাহাবুব (২৮), ফয়সাল (৩৫), সোহেল (৩০), হানিফ (৪২), ইসমাইল (২৩), রাজা (৩০), আরমান (৩০), আমিরুল (২৬), হীরা (২৬), সাঈদ (৩০), সাব্বির (৪০), কামরান (২৮) ও রিপন (৪০)।এ সময় তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন ও ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সাতজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিন করে সাজা দেওয়া হয়েছে। আদাবর থেকে গ্রেপ্তার ৫ হলো- মো....