১৫ বছরের প্রতিরক্ষা আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে ভারত তার তৃতীয় পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী তৈরি করবে। এর মধ্যে প্রথমবারের মতো নৌবাহিনী ভারতীয় তৈরি যুদ্ধবিমানকেও অন্তর্ভুক্ত করবে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সাথে সীমান্তবর্তী ভারত মারাত্মক লড়াই করেছে। এসব সংঘাতের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি ক্রমবর্ধমানভাবে দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলির উপর নির্ভরশীলতা বৃদ্ধি করছে যাতে তারা সক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং রাশিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিদেশী সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাতে পারে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের রোডম্যাপে বলা হয়েছে, “যেহেতু দেশটি আসন্ন দশকগুলোতে বৃহত্তর চ্যালেঞ্জ এবং দায়িত্ব গ্রহণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, তাই পরিষেবাগুলোকে সেই অনুযায়ী সজ্জিত করা অত্যন্ত জরুরি। বৃহত্তর বেসরকারি-সরকারি অংশীদারিত্বই এগিয়ে যাওয়ার পথ।” ভারতের বর্তমানে দুটি বিমানবাহী রণতরী রয়েছে। এগুলোর একটি রাশিয়ার কাছ থেকে...