স্বপ্ন কে না দেখে? সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে। কিছু স্বপ্ন পূরণ হয়। আবার কিছু অধরাই থেকে যায়। জেগে জেগে যখন কেউ অসম্ভব কিছু ভাবতে থাকে তখন তাকে দিবাস্বপ্ন বলে। আসলে স্বপ্ন দেখার নির্দিষ্ট সময় নেই। তবুও বেশিরভাগ মানুষ মনে করেন, ভোরের স্বপ্ন সত্য হয়। আসলেই কি তাই? এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলেন? সম্প্রতি স্পিরিচুয়াল হিলার কাভ্যাল হাথি সেদানি এক সাক্ষাৎকারে বলেন, ‘সকালে যে স্বপ্ন দেখা দেয় তাকে ‘ভেন্টিং ড্রিমস’ বলে। এটা হলো স্বপ্নের বর্জ্য।’ অর্থাৎ কাভ্যালের মতে, আমাদের মস্তিষ্ক ভোরবেলা সেই স্বপ্নই দেখে, যার আর কোনো প্রয়োজনীয়তা আমাদের জীবনে নেই। তাই ভোরের স্বপ্ন সত্যি হয় এমন ধারণা ঠিক নয়। এ বিষয়ে নিউরো সাইকিয়াট্রিস্টরা বলেন, ‘ভোরের স্বপ্ন বলতে সাধারণত ভোর ৪টা থেকে সকাল ৭টার মধ্যে দেখা স্বপ্নকে বোঝানো হয়। এটি ঘুমের...