স্থানীয়দের বিক্ষোভের মুখে কক্সবাজারের বাঁকখালী নদীর তীরের উচ্ছেদ অভিযান ফের স্থগিত করেছে বিআইডব্লিউটিএ। এ দিনে অভিযানের জন্য বের হয়েও তারা ফিরে আসতে বাধ্য হয়েছেন। শুক্রবার সকাল থেকে কক্সবাজার প্রধান সড়ক দখলে নেয় কয়েক হাজার মানুষ। সড়কে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানাতে থাকে। উচ্ছেদ অভিযানের পঞ্চম দিনে বুলডোজারসহ নুনিয়াছড়ায় দিকে যাওয়ার কথা ছিলো অভিযান দলের। কিন্তু প্রধান সড়কেই সেনাবাহিনীসহ অন্যরা আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন। এতে স্থানীয় নুনিয়ারছড়াবাসীর পাশাপাশি পেশকারপাড়াবাসীরাও যোগ দেন। তারা বুধবার অর্থাৎ তৃতীয় দিনে তাদের পাড়ায় অভিযান চালাতে দেননি। উচ্ছেদ অংশে থাকা বাসিন্দারা বলছেন, তাদের প্রাণের উপর দিয়ে উচ্ছেদ করতে হবে। নুনিয়ারছড়ার বাসিন্দা কাদির হোসেন বলেন, “এই দেশটা তো সরকারের পৈতৃক সম্পত্তি নয়। যেখানে রোহিঙ্গারা জামাই আদর পাচ্ছে, সেখানে বাংলাদেশের নাগরিক হয়েও আমরা...