বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও সর্বস্তরে রেশনিং চালুসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে। শুক্রবার সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার লাইব্রেরি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এবং প্রধান আলোচক ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমিকরা চরম কষ্টে আছে, ঘোষিত ন্যূনতম মজুরি দিয়ে মাসের অর্ধেকও চলে না, উপরন্তু মালিকরা গেজেটভুক্ত মজুরি বাস্তবায়ন করছেন না। শ্রমিকরা অধিকার দাবি করলে রাষ্ট্রীয় বাহিনী নির্যাতন চালায় বলেও অভিযোগ করেন তারা। চা শ্রমিক নেতা হরিনারায়ণ হাজরা বলেন, চা শিল্পে দৈনিক মজুরি...