বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, আলুর দাম নিয়ে কেবিনেটে বহুবার আলোচনা হয়েছে। আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি। আর চাহিদা তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রির এবং একই সময় রপ্তানি করার। হিমাগারে সংরক্ষিত আলুর মূল্য নির্ধারণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বাজার স্থিতিশীল রাখা ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রপ্তানি করা গেলে সংকট অনেকটাই নিরসন হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথ পুর উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত সাংবাদিকদের আলু সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবি আলু কিনবে, অলরেডি কেনা শুরু করেছে। কিন্তু সেটা যথেষ্ট হবে বলে আমি মনে করি না। আমাদের...