চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবি জানিয়েছেন অধিকার সচেতন শিক্ষার্থীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, প্রক্টরিয়াল বডি পদত্যাগ না করলে এবং সাত দফা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। চবি শিক্ষার্থী ওমর সমুদ্রের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ইশতিয়াক আহমেদ লিখিত বক্তব্য ও সুসান কবির দাবি পাঠ করেন। তারা বলেন, প্রশাসন ও প্রক্টরিয়াল বডির দায়িত্বজ্ঞানহীনতা, অপরাধ ও উদাসীনতার বিরুদ্ধে আমরা সাত দফা দাবিতে আন্দোলন করছি। বিভ্রান্ত না হয়ে সাত দফা দাবির সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংহতি পোষণের আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন এবং নারী অঙ্গনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের দাবির মধ্যে রয়েছে- প্রশাসনের উদ্যোগে আহত শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসা ও...