দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার শুরু হবে এই টুর্নামেন্ট। আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় দিয়ে প্রস্তুতি সেরেছেন লিটন দাসরা। তাসকিন আহমেদ জানালেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এশিয়া কাপে খেলবে। টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলংকা সফরের পর ঘরের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করা ডান-হাতি পেসার তাসকিন সবশেষ চার টি-টোয়েন্টিতে নিয়েছেন ১২ উইকেট। আরও পড়ুনআরও পড়ুনসাহসের অভাবে পূর্ণতা পেল না বাংলাদেশের প্রস্তুতি শুক্রবার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের সবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না।’ গ্রুপপর্বে হংকংয়ের সঙ্গে রয়েছে দুই শক্তিশালী দল শ্রীলংকা ও আফগানিস্তান। তাসকিন বলেন, ‘টানা তিনটি সিরিজ জিতেছি আমরা। এই ধারা ধরে রাখতে পারলে, এশিয়া...