মিয়ানমারের কারারুদ্ধ নেত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির শারীরিক অবস্থা গুরুতর। মায়ের এই অসুস্থতার খবর জানিয়েছে তার ছেলে কিম আরিস। তিনি জানিয়েছেন, ৮০ বছর বয়সি সু চির হৃদরোগের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এমনকি তাৎক্ষণিক চিকিৎসা না পেলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারেন। পাশাপাশি দেশটির সামরিক জান্তা সরকার তার মাকে প্রয়োজনীয় সাহায্য দিচ্ছেন না বলে অভিযোগ করেন কিম। বৃহস্পতিবার কিম আরিস মিয়ানমারের সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছেন, তার মায়ের জন্য জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে কারাগারের বাইরে একজন বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকের তত্ত্বাবধানও অন্তর্ভুক্ত থাকা উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, আমার মায়ের স্বাস্থ্যের অবনতির খবরটি অত্যন্ত কষ্টদায়ক। তার বয়স ৮০ এবং এখন তার যত্নের প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য দাঁড়ানো...