বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সাইফুর রহমান ভ্যাট সংযোজনের উদ্যোগ না নিলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ত। আজকের বাস্তবতা হলো, ভ্যাট ছাড়া কোনো সরকারই টিকে থাকতে পারে না। অথচ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সেদিন এ ব্যবস্থার কঠোর বিরোধিতা করেছিল। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে সিলেট শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, সাইফুর রহমান ছিলেন দূরদর্শী অর্থনীতিবিদ ও দক্ষ ম্যানেজার। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের ম্যানেজমেন্ট উন্নয়নে একটি বিশেষ কমিটি গঠিত হলে সেখানেও তিনি একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছিলেন। এ থেকেই বোঝা যায় তিনি কতটা দক্ষ ছিলেন। বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তার ছিল গভীর জ্ঞান। তিনি শুধু দেশের অর্থনৈতিক কাঠামো উন্নয়নই করেননি,...