০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পিএম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাকিব (২৮), যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। আহত হয়েছেন এক নারী পথচারী, যার নাম হেলেনা (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চলছিল। এ সময় এক নারী পথচারী রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল চালক সাকিব ও পথচারী হেলেনা গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সাকিবকে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত পথচারী হেলেনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো...