ময়মনসিংহের জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সীমানা প্রাচীর থেকে ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মারক গ্রাফিতি’ মুছে ফেলা হয়েছে। এ নিয়ে সমালোচনার মুখে আবার গ্রাফিতি আকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার রাতে এক ফেইসবুক পোস্টে এ কথা জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। তবে জেলা প্রশাসকের একের পর এক ‘বিতর্কিত’ কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক সমাজের নেতারা। নগরের ব্রহ্মপুত্র নদের পাড়ে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ সংলগ্ন জেলা প্রশাসকের সরকারি বাস ভবন। তার বাস ভবনের সামনে দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচল। গত বছরের জুলাই-অগাস্ট আন্দোলনের পর জেলা প্রশাসকের বাসভবনের দেয়ালজুড়ে ফ্যাসিবাদবিরোধী, দুর্নীতিবিরোধী ও রাষ্ট্র সংস্কারধর্মী গ্রাফিতি আঁকা হয়। সম্প্রতি সেই সীমানা প্রাচীরে আঁকা জুলাই-অগাস্টের চেতনার গ্রাফিতি প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে মুছে দিয়ে সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছে; যা...