রাজশাহী:বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মানুষ নিজের মতো করে আইন তৈরি করে-যেমনটি আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে। এটি বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় হয়ে থাকবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে ‘আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৫ বছরে ক্ষমতার মোহে শত শত মানুষকে গুম, খুন ও নির্যাতন করা হয়েছে, যার কোনো হিসাব নেই। নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে শেখ হাসিনা নিজের মতো করে আইন প্রণয়ন ও বাতিল করেছেন। এজন্যই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহপ্রদত্ত আইন প্রয়োজন। অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের প্রধান...