মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। তার হৃদরোগের সমস্যা আরো খারাপ হচ্ছে এবং তার জরুরি চিকিৎসার প্রয়োজন। শুক্রবার সুচির ছেলে কিম আরিস বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। কিম আরিস জানান, তার ৮০ বছর বয়সী মা প্রায় এক মাস আগে একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তিনি তার অনুরোধ মঞ্জুর করা হয়েছে কিনা তা জানা যায়নি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে সামরিক হেফাজতে রয়েছেন সু চি। অভ্যুত্থানের কয়েক মাস পরে, মে মাসে আদালতে তার শেষ জনসমক্ষে উপস্থিতি ছিল। ওই সময় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে তাকে কাঠগড়ায় সোজা হয়ে বসে থাকতে দেখা গিয়েছিল। লন্ডন থেকে ফোনে কিম আরিস বলেন, “যথাযথ চিকিৎসা পরীক্ষা ছাড়া ... তার হৃদপিণ্ডের অবস্থা...