নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের উপর হামলা করে ওয়ারেন্টভূক্ত আসামী ও পুলিশের টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। পরে পুলিশ বিএনপির সেই নেতাকে আটক করেও রহস্যজনক কারণে আইনি ব্যবস্থা না নিয়ে ছেড়ে দিয়েছে। এছাড়াও সোনারগাঁ থানা এলাকায় মেঘনা থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বৈদ্যেরবাজার ঘাটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার মেঘনা থানার একটি মামলার আসামি নলচর গ্রামের মহসিন ও টিটুসহ কয়েকজন সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ঘাট এলাকায় অবস্থান করছিল। এদিন দুপুরে মেঘনা থানার তদন্ত ওসি আমিনুল ইসলাম, এসআই জিয়াউর রহমান দুই পুলিশ সদস্য নিয়ে তাদের গ্রেপ্তার করতে আসে। এসময় মহসিনকে গ্রেপ্তারের পর হাতকড়া পড়ালে আসামিপক্ষের লোকজন একত্র হয়ে পুলিশের ওপর হামলা চালায়ে হাতকড়াসহ মহসিনকে ছিনিয়ে নেয়। খবর...