দলের প্রথম পছন্দের গোলরক্ষক চোট পেয়ে ছিটকে গেছেন কয়েক সপ্তাহের জন্য। সময়মতো আরেক জন ভালো মানের গোলরক্ষক খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তাই পরের ম্যাচের জন্য গোলপোস্ট সামলাতে দলে নেওয়া হয়েছে ক্লাবের ৫৪ বছর বয়সী এক সমর্থককে! চমক জাগানিয়া কাজটি করেছে ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ডর্কিং ওয়ান্ডারার্স। জরুরি ভিত্তিতে তারা দলে নিয়েছে পঞ্চাশোর্ধ গোলরক্ষক টেরি ডানকে। এর আগে বেশ কয়েকটি স্থানীয় ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ডানের। তবে গ্লাভস জোড়া তুলে রেখেছিলেন তিনি ২৮ বছর আগে। ডর্কিং ওয়ান্ডারার্সের মূল গোলরক্ষক হ্যারিসন ফোকস চোট পেয়ে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন। ন্যাশনাল লিগ সাউথে শনিবার এএফসি টটনের বিপক্ষে ম্যাচের জন্য সময়মতো মানসম্পন্ন গোলরক্ষক খুঁজে পেতে ব্যর্থ হওয়ায় ডানকে দলে নিয়েছে তারা। ম্যাচটি দিয়ে অভিষেক হবে ডানের। এতে খুবই উচ্ছ্বসিত তিনি। “গোলপোস্ট সামলানোটা...