বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে দেশের মাঠিতে মেসির শেষ খেলা ছিল। তার মতো আরও একজন ফুটবলার আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি হলেন সেন্ট্রাল ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। মেসির সঙ্গে ওতামেন্দির বয়সের ব্যবধান মাত্র ৮ মাসের। ওতামেন্দি যে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছেন সেটি জানিয়েছেন, ম্যাচ শেষে। ৩-০ তে জয়ের পর মেসির ঘরেরা মাঠে বিদায়ী ম্যাচের আলো নিজের দিকে টানতে চাননি ওতামেন্দি। আর্জেন্টিনার জার্সিতে ১২৬ ম্যাচ খেলা...