শীর্ষনিউজ ডেস্ক:হামাস শুক্রবার (৫ সেপ্টেম্বর) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে অক্টোবর ২০২৩ সালে ইসরাইলের একটি মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত দুই ইসরাইলি জিম্মিকে দেখা গেছে। তাদের একজন, গাই গিলবোয়া-দালাল, ভিডিওতে বলেন, তিনি গাজা সিটিতে আটকে আছেন এবং ইসরাইলের সামরিক অভিযানে প্রাণ হারানোর শঙ্কা করছেন। গাই গিলবোয়া-দালাল ও আলন ওহেল- এই দুজন এখনও হামাসের হাতে বন্দি থাকা ৪৮ জনের মধ্যে রয়েছেন। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে প্রায় ২০ জন এখনও জীবিত আছেন। ভিডিওর বিস্তারিতভিডিওটি সম্পাদিত এবং প্রায় সাড়ে তিন মিনিট দীর্ঘ। এতে গিলবোয়া-দালালকে ক্লান্ত ও দুর্বল চেহারায় দেখা গেছে। ভিডিওটির তারিখ ২৮ আগস্ট উল্লেখ থাকলেও, রয়টার্স ভিডিওটির সঠিক ধারণের সময় নিরপেক্ষভাবে নিশ্চিত করতে পারেনি।গাড়ির পেছনের আসনে বসে থাকা অবস্থায় গিলবোয়া-দালাল জানান, তিনি ও আরও কয়েকজন জিম্মি গাজা সিটিতে রয়েছেন এবং শহরের ওপর...