শীর্ষনিউজ, ঢাকা:রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব-১। এসময় মাদক পাচারের অভিযোগে সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পিকআপ থেকে মোট ৭১৬ বোতল মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৫৩৭ লিটার। র্যাব-১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত ও বিমানবন্দর থানাধীন এলাকায় একটি অভিযান চালানো হয়। ট্রান্সপারেন্সি কোহিনূর, নিকুঞ্জ-২ এলাকায় চালকবিহীন একটি পিকআপ ভ্যান দেখতে পেয়ে র্যাব সদস্যরা আশেপাশে ছদ্মবেশে অবস্থান নেন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর পিকআপটির চালক সোহেল রানা সেখানে এলে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোহেল রানার কাছ থেকে ৭১৬ বোতল মদ, দুটি মোবাইল ফোন, একটি পিকআপ ভ্যান এবং নগদ ১০ হাজার ৫৭০ টাকা উদ্ধার...