শীর্ষনিউজ ডেস্ক:ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দিল্লির আদালতে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগে থেকেই ভোটার তালিকায় তার নাম উঠে। বিকাশ ত্রিপাঠী নামের এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন। ১০ সেপ্টেম্বর মামলার শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত। খবর সংবাদ প্রতিদিনের। ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ১৯৮০ সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে। ত্রিপাঠীর আবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালে সোনিয়া গান্ধীর নাম প্রথমে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছিল। তবে আপত্তির কারণে ১৯৮২ সালে তা বাদ দেওয়া হয়। ১৯৮৩ সালে তিনি নাগরিকত্ব পাওয়ার পরে ফের তার নাম তালিকায় যুক্ত করা হয়। ত্রিপাঠীর দাবি এই ঘটনা ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নাগরিকত্ব না থাকা সত্ত্বেও...