পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি ও আমেরিকা প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম তিন আসামিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পটুয়াখালীর ডিবি পুলিশ। আজ শুক্রবার ৫ সেপ্টেম্বর বেলা ১১টায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে একপ্রেস ব্রিফিংয়ে বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- কাওসার, আশীষ গাইন ও রিপন সোহাগ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভিকটিমের কাছ থেকে লুট করে নেওয়া মোবাইল ফোন। এএসপি আরিফ মুহাম্মদ শাকুর সাংবাদিকদের জানান, চলতি বছরের গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলীতে তরিকুল ইসলামের বাড়িতে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ডাকাতদলের স্বীকোরক্তিমূলক জবানবন্দীর বরাত দিয়ে তিনি জানান, ঘটনার দিন রাতে ৬/৭ জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে একটি...