বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি দেখতে চান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম-খুন হবে না। কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। আর কোনো নারী ধর্ষিত হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই। এই নতুন দিগন্তের সুচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে। শামা ওবায়েদ আরো বলেন, এই দেশে একটি স্বচ্ছ সংসদ চাই। সেই সংসদের এমপিরা জনগণের চাওয়া-পাওয়া ও বাংলাদেশের জন্য কাজ করবে। কোনো দেশের হয়ে কাজ করবে না। ষড়যন্ত্র এখনো চলছে, যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। ষড়যন্ত্র চলমান আছে, বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য। তাই আমাদের সকলকে সাবধান থাকতে হবে। আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা...