জাতীয় পার্টির কাকরাইল অফিসে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় নুরুল হক নুরের গণঅধিকার পরিষদকে দায়ী করেছে জিএম কাদেরের জাতীয় পার্টি। সন্ত্রাস আইনে তাদের নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে দলটি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হামলার স্থল পরিদর্শন শেষে জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের এ দাবি জানান।আরো পড়ুন:নুরের চিকিৎসা ও বিচারে বিলম্ব কাম্য নয়: জামায়াত‘দোসর ইনু-মেননরা গ্রেপ্তার হলে জিএম কাদের কেন নয়?’ এ সময় তিনি বলেন, “নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করলে নিশ্চিত পরাজয় হওয়ার আশঙ্কায় অন্যদলগুলো বারবার হামলা করছে জাতীয় পার্টির অফিসে।” তিনি বলেন, “বিনা কারণে বারবার জাতীয় পার্টি অফিসে হামলা ও আগুন দেওয়া হচ্ছে। এ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের জন্য গণঅধিকারের নেতাকর্মীরা দায়ী। শাহবাগ থেকে মিছিল নিয়ে এসে তারা আমাদের অফিসে হামলা করেছে। এ কারণে সন্ত্রাস বিরোধী আইনে গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ...