নীলফামারীতে শ্রমিকের প্রাণহানির প্রতিবাদ এবং জুলাই সনদে গণতান্ত্রিক শ্রম আইনের নিশ্চয়তা ও নির্বাচনি তফসিলের আগে শ্রম আইন সংশোধনের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তারা নিন্দা জানিয়ে বলেন, নীলফামারী ইপিজেডের এভারগ্রিন প্রতিষ্ঠানের বকেয়া বেতন ও ছাঁটাইবিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শ্রমিকের মৃত্যুর ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। গণঅভ্যুত্থানের পর থেকেই পুলিশ সংস্কারের দাবি শ্রমিক সংগঠনসহ অন্যান্যরা জানালেও সেই সংস্কার হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে নিরাপত্তার বদলে গুলিতে প্রাণ হারাচ্ছে শ্রমিক। নেতারা এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্ত, বিচার ও যথাযথ ক্ষতিপূরণের দাবি করেন। এবং পুলিশের মানববিধ্বংসী মারণাস্ত্র ব্যবহার বিধি পরিবর্তন সংশোধন ও পুলিশ সংস্কারের দাবি জানান। নেতারা আরও বলেন, গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা নিয়ে শ্রম আইন পরিবর্তন ও শ্রমখাতে সংস্কারের দাবি...