কাঠমান্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দশরথ স্টেডিয়ামে গত ১২ বছরে নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০১৩ সালের মার্চে নেপালকে এই মাঠে হারিয়েছিল লাল-সবুজের দল। এরপর খেলা চার ম্যাচে হার তিনটি, ড্র একটিতে। সর্বোপরি পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও নেপালকে শক্তিশালী বলেছেন লাল-সবুজের অধিনায়ক জামাল ভূঁইয়া। নেপালের বিপক্ষে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১৪ ম্যাচে জয়ের পাশাপাশি ড্র করেছে ৬টি, হেরেছে ৮টিতে। কাঠমান্ডুতে ১২ বছরের জয় খরা কাটাতে শনিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে বাংলাদেশ। তার আগেরদিন অনুশীলন সেরে নিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। পরে সংবাদ সম্মেলনে নেপালকে শক্তিশালী প্রতিপক্ষ বললেও আশার কথা শোনালেন জামাল। বলেছেন, ‘আমার মনে হয় নেপাল আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ওদের পারফরম্যান্স দেখে বোঝা যায়। সিঙ্গাপুরে গিয়ে খেলাটা...