রিয়াল মাদ্রিদে নাম লেখানোর আগেই আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ফ্রাঙ্ক মাস্তানতুয়োনোর। ক্যারিয়ার শুরুর ম্যাচে লিওনেল মেসির বদলি হিসেবে নেমে ৬ মিনিট খেলার সুযোগ পান তিনি। জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশেই সুযোগ পান লস ব্লাঙ্কোস তারকা। মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মেসির সঙ্গেই শুরু করেন। ৩-০ গোলে আলবিসেলেস্তেদের জয়ের দিনে মেসির ঝাড়ি হজম করতে হয়েছে মাস্তানতুয়োনোকে। বুয়েন্স আইরেসে ভেনুজুয়েলা ম্যাচটি দিয়ে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বজয়ী মেসি। ক্যারিয়ারের শেষলগ্নে এসে আলোও কেড়েছেন ৩৮ বর্ষী কিংবদন্তি। জোড়া গোলে দলের জয়ে বড় অবদান রাখেন। অন্য গোলটি করেন লৌতারো মার্টিনেজ। মূলত একটি ভুলের কারণে মাস্তানতুয়োনোকে মেসির ঝাড়ি হজম করতে হয়েছে। ম্যাচের একটি মূহুর্তে মেসিকে পাস না দিয়ে মাস্তানতুয়োনো নিজে শট নেন। সেটা চলে যায় পোস্টের ওপর দিয়ে। পাস না দেওয়ায় রাগ...