রাজবাড়ীতে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’ নামে একজন ভিন্ন মতাবলম্বীর কবর ও দরগায় দফায় দফায় হামলা, লাশ তুলে অগ্নি সংযোগের ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার জুমার নামাজের পর ওই হামলা-সংঘাতের পর রাতে এক বিবৃতিতে সরকারের তরফ থেকে বলা হয়, “এই অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।” নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটির কাবা শরিফের আদল দেওয়া হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন। তার মধ্যেই শুক্রবার জুমার নামাজের পর ‘তৌহিদি জনতা’ ব্যানারে...