শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনায় নুরুল হকের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়। জেলার পুলিশ সুপার কামরুল ইসলাম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় একজন নিহত হয়েছেন।” নিহত ব্যক্তি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের যতু মিস্ত্রিপাড়ার আজাদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৮)। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জেলা সিভিল সার্জন এস এম মাসুদ বলেন, “আহতদের মধ্যে ২২ জনকে আমরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।” নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটির কাবা শরিফের আদল দেওয়া হয়। এ নিয়ে তৌহিদী জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন...