মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছয়জনসহ আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার মোল্লাকান্দির মুন্সিকান্দিতে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানিয়েছেন। আহতরা হলেন- শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। স্থানীয়রা বলছেন, বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা-হালিম গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপির সমর্থক উজির আলীর লোকজনের সংঘর্ষ হয়েছে। ওসি সাইফুল আলম বলেন, বুধবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল শেষে ফেরার পথে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গ্লাস ভেঙে যায়। এর জেরেই হালিম ও উজির আলীর...