এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর বৃত্তি পেয়েছেন ৬ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে মেধাবৃত্তি (টেলেন্টপুল) পেয়েছেন ৯৬২ জন ও সাধারণ বৃত্তি পেয়েছেন ৫ হাজার ৮২৫ জন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এ বছর ঢাকা বোর্ডে মেধাবৃত্তি পাওয়া ৯৬২ শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা ৪৬৩ জন, মানবিক বিভাগের ২২২ জন ও ব্যবসায় শিক্ষার ২৭৭ জন। মেধাবৃত্তি পাওয়াদের সবাই এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তারা সবাই নিয়মিত শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশ নেন। ঢাকা বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার দুজন ছাত্র ও দুজন ছাত্রীকে নম্বরের ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হয়। সাধারণ বৃত্তি পাওয়া ৫ হাজার ৮২৫ জনের মধ্যে থানা কোটায় বৃত্তি পেয়েছেন ৪৪০ জন। এছাড়া বিজ্ঞান...