আবিদ-হামিম-মায়েদরা যখন বাংলাদেশের পক্ষে লড়াইয়ে লিপ্ত ছিল, তখন অনেকেই সন্ত্রাসী ছাত্রলীগের পতাকাতলে আশ্রয়ে ছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।শুক্রবার (০৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।পোস্টে রাকিব লেখেন, ‘খুনি হাসিনার আমলে আবিদ-হামিম-মায়েদরা যখন বাংলাদেশের পক্ষে লড়াইয়ে লিপ্ত ছিল, তখন অনেকেই সন্ত্রাসী ছাত্রলীগের পতাকাতলে আশ্রয়ে ছিল। তারই সর্বশেষ সংযোজন (আবু বাকের মজুমদার, জিএস পদপ্রার্থী, ডাকসু)।তিনি লেখেন, ‘বি.দ্র. খুনি হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান কর্মশালায় উপস্থিত সবার ছাত্রলীগের প্রতি আনুগত্য ছিল, তা স্পষ্ট।’প্যানেল থেকে মাহিনের সরে যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য খালিদেরএদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদপ্রার্থী মাহিন সরকারের সরে যাওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলন...