রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং তার দেহাবশেষে আগুন দেওয়ার ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অমানবিক ও জঘন্য কাজ আমাদের মূল্যবোধ, আইন এবং ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মূল কাঠামোর ওপর সরাসরি আঘাত জানিয়ে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেবে সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।আরো পড়ুন:‘গ্রামেও শহরের সমান নেট সেবার ব্যবস্থা করা হচ্ছে’উপদেষ্টা পরিষদের সভায় তিন নীতিমালার খসড়া অনুমোদন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি বিবৃতির বরাত দিয়ে জানান, এই ধরনের কাজ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জীবিত কিংবা মৃত-প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। বিবৃতিতে বলা হয়, আমরা জনগণকে আশ্বস্ত করতে...