রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের প্রথমদিনে মনোনয়ন জমা দিয়েছেন প্রায় ১০০ জন প্রার্থী। প্রতিষ্ঠানিক ছুটি থাকায় শুক্র (৫ সেপ্টেম্বর) ও শনিবার (৬ সেপ্টেম্বর) মনোনয়ন জমা বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ও সিনেটের বিভিন্ন পদে ২৯ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া হল সংসদে ১৭টি হলে প্রায় ৭১ জন মনোনয়ন জমা দিয়েছেন। তবে কোনো প্যানেল বা ছাত্র সংগঠনের প্রতিনিধিদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায়নি।এর আগে মনোনয়নে সংগ্রহের সময় তিন দফা বাড়ানোর পর বুধবার (৩ সেপ্টেম্বর) শেষ হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। নয় দিনে রাকসু ও সিনেট প্রতিনিধি হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেন ১২৩৩ প্রার্থী। এর মধ্যে রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে...