অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, সিআইডির এক সদস্যকে রশি দিয়ে হত্যার চেষ্টা চালান আটককৃত তুষার। তুষারকে আদালতে সোপর্দের প্রক্রিয়াচলছে বলেও তিনি জানান। তিনি আরো জানান, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয় । মামলায় উল্লেখ করা হয়েছে, তুষার এলাকার শীর্ষ আদক ব্যবসায়ী। বুধবার তুষারের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পরে তার সহযোগীরা এসে সিআইডির সদস্যদের মারপিট করে তুষারকে ছিনিয়ে নিয়ে যায়। সিআইডির কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামিকে অবশেষে কোতোয়ালি থানা পুলিশ আটক করে। সুত্র জানায়, যশোরে সিআইডি পুলিশের উপর হামলার ঘটনা বুধবার ঘটলেও বৃহস্পতিবার জানাজানি হয়। মাদক উদ্ধারে গিয়ে তাদের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে দাবি করছে সিআইডি পুলিশ। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, প্রথমে তাকে আটক করা হয়। পরে তার বাড়িতে...