বক্স অফিসে ঝড়, সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ দর্শকের প্রশংসা আর সমালোচকদের ইতিবাচক রিভিউ; গত ২৮ আগস্ট মুক্তির পর থেকে এর সবই পেয়েছে মালয়ালম সিনেমা ‘লোকা চ্যাপ্টার ১: চন্দ্রা’। ৮ দিনে ১২০ কোটিকেবল দক্ষিণ ভারত নয়, গোটা ভারতীয় সিনেমাপ্রেমীর দৃষ্টি এখন ডোমিনিক অরুণ পরিচালিত এই সুপারহিরো সিনেমাটির দিকে। কল্যাণী প্রিয়দর্শন অভিনীত এই মালয়ালম সুপারহিরো ছবি বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে চলেছে। মুক্তির আট দিনের মাথায় ছবিটির বিশ্বব্যাপী আয় পেরিয়ে গেছে ১২০ কোটির ঘর, যা ইতিমধ্যেই বেশ কিছু মালয়ালম ও তামিল হিট ছবির লাইফটাইম আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম সপ্তাহের বক্স অফিস চিত্রগত বৃহস্পতিবার প্রথম সপ্তাহ শেষ করেছে ছবিটি। ভারতে এর নিট আয় দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৩৫ কোটি রুপি। শুধু গত বৃহস্পতিবারই আয় করেছে ৮ কোটি, যা বুধবারের তুলনায় ১৩ শতাংশ বেশি। সপ্তাহের...