শীর্ষনিউজ ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) আদিয়ালা কারাগারের বাইরে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, তোশাখানা মামলার শুনানিতে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আলিমা খান। সে সময় দুই নারী তার দিকে ডিম ছুড়ে মারেন। প্রথমে হতভম্ব হয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে আলিমা বলেন, ‘আমরা পরোয়া করি না, আমাদের ওপর হামলা হবে তা আমরা আগেই জানতাম।’ ঘটনার পর...