জোড়া গোল করে বিশ্বকাপের আগে অবসরের জল্পনা উস্কে দিলেন আগামী বিশ্বকাপে খেলা এখনও নিশ্চিত নয় লিওনেল মেসির। বিশ্বকাপ না খেললে দেশের হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেললেন তিনি। ভেনেজুয়েলা ম্যাচে আবেগ তাকে ছুঁলেও খেলায় প্রভাব পড়তে দেননি। দেশের মাটিতে সম্ভবত শেষবার জাতীয় দলের জার্সি গায়ে খেলে ফেললেন লিওনেল মেসি। ম্যাচ শুরুর আগে ভিজল আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের চোখও। সেই আবেগের ছাপ অবশ্য মাঠের পারফরমেন্সে পড়েনি। জোড়া গোল করলেন। শুক্রবার, (০৫ সেপ্টেম্বর ২০২৫) ভেনেজুয়েলার বিপক্ষে তার দল জিতলো ৩-০ ব্যবধানে। সবশেষে মেসি জানান, বিশ্বকাপ খেলবেন কিনা জানেন না। দেশের মাটিতে মেসির যুগ শেষ হওয়ার ইঙ্গিত আগেই ছিল। আর্জেন্টিনার মাটিতে শেষবার প্রিয় অধিনায়কের খেলা দেখতে বুয়েন্স আয়ার্স স্টেডিয়ামের গ্যালারি হাজির ছিলেন ভক্তরা। ছিল মেসির সন্তানেরাও। ভর্তি গ্যালারির সামনে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি মেসি।...