রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর, আগুনের ঘটনায় গণঅধিকার পরিষদের নিবন্ধন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে হামলার জন্য গণঅধিকার পরিষদকে দায়ী করে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, গণঅধিকার পরিষদের দলের নিবন্ধন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে যদি এই মদদকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব। জাপা মহাসচিব বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে যে সকল বিষয়ে থাকলে নিবন্ধন বাতিল করা হয় তার সবই গণঅধিকার আন্দোলন করেছে। তাই গণঅধিকারকে রাজনৈতিক দল হিসেবে সরকারকেই নিষিদ্ধ করতে হবে।’ শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘হামলার...