বিস্ফোরক অভিযোগ উঠল ভারতের বাঙালি অভিনেত্রী আনুশকাহন দাসের বিরুদ্ধে। ভারতের থানে থেকে দেহ ব্যবসা চালানোর অভিযোগে আটক করা হয়েছে অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে তাঁর পরিচয় হিসেবে লেখা অভিনেত্রী, মডেল এবং কন্টেন্ট ক্রিয়েটর। বলিউডে নৃত্যশিল্পী হিসাবেও কাজ করেন বলে নিজের বায়োতে লিখেছেন আনুশকা, পরিচয় দিয়েছেন ‘মুন’ দাস নামে।অভিনেত্রী নাকি কাজ করেছেন র্যাপার হানি সিং এবং গায়ক মিকা সিং-এর সঙ্গেও। বাংলা ছবিতেও কাজ করার ইতিহাস রয়েছে ৪১ বছর বয়সী এই অভিনেত্রীর। লোফার ছবিতে বাংলায় কাজ করেছেন তিনি। লিশের অভিযোগ, অভিনয় করতে চান এমন নারীদের দেহ ব্যবসার দিকে ঠেলে দিতেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে পুলিশ। অভিযোগ, মুম্বাই আহমেদাবাদ হাইওয়েতে একটি মলে ছদ্মবেশী পুলিশকর্মীদের দেখা করতে বলেন অভিনেত্রী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকজন অফিসার ছদ্মবেশে গ্রাহক হিসাবে যোগাযোগ করেন তাঁর...