জুমার নামাজের পরপর রাজধানীর মহাখালী এলাকার সাততলা কাঁচাবাজারে সবজি কিনতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী মোবারক হোসেন। কিন্তু, সবজির দাম নিয়ে তার মন খারাপ। অন্যদিনের তুলনায় পরিমাণেও কম কিনলেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব সবজি ৮০ থিকা ১০০ টাকা। ইচ্ছা কইরাই হাফ কেজি কইরা কিনলাম। মনডা খারাপ। সবজির দাম তো কইমা যাওয়ার কথা। বৃষ্টির জন্য কয়দিন দাম বাড়তি ছিল মানলাম। এখন কী সমস্যা?” শুক্রবার রাজধানীর মহাখালী ও সাততলা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহান্তে দুই-একটি সবজির দাম কমলেও গেল কয়েক সপ্তাহের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ শাক-সবজি। বিক্রেতাদের কেউ-কেউ বলছেন, এই সময়টা গ্রীস্ম ও শীতকালীন সবজির মাঝামাঝি মৌসুম। যে কারণে সবজির সরবরাহ কিছুটা কম, তাতে দাম বেড়েছে। কেউ আবার বলছেন, কিছুদিন আগে টানা বৃষ্টিতে সবজির উৎপাদন কিছুটা ব্যহত হয়েছে। এছাড়া, উত্তরাঞ্চলের...