দেশের বিমানবন্দরের নিরাপত্তায় এবার আরেকটি নতুন বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই বাহিনীর নাম এয়ার গার্ড বাংলাদেশ (এজিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এই বাহিনী গঠনের লক্ষ্যে গত ৩১ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে ১২ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। এদিকে এজিবি গঠনের খবরে আবারও চরম অসন্তোষ দেখা দিয়েছে বেবিচকের নিজস্ব সিকিউরিটি বিভাগ অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যদের মাঝে। শিগগিরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর আগেও এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের চেষ্টা করা হলে এভসেক সদস্যরা তা প্রতিহত করেন। তবে এই বিষয়ে মুখ খোলেননি বেবিচকের ঊর্ধ্বতন কোনও কর্মকর্তা। বেবিচকের সদস্য (নিরাপত্তা), এমনকি চেয়ারম্যানকেও একাধিকবার ফোন করে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি কোনও কথা বলতে রাজি হননি। জানতে চাইলে বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ...