মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সন্তান, বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শার্শা উপজেলার কাশিপুরে তার সমাধিস্থলে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে গার্ড অব অনার ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমেদ এবং সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ। এ সময় সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন শার্শা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, সাংবাদিক ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার ওসি আব্দুল আলিম প্রমুখ। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া...