আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের ওপর দিয়ে দুটি যুদ্ধবিমান উড়িয়েছে ভেনেজুয়েলা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানায়। বিবৃতিতে তারা এই কাণ্ডকে অত্যন্ত উসকানিমূলক বলে বর্ণনা করে। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে ভেনেজুয়েলাকে আরও উসকানিমূলক পদক্ষেপ বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছে। সতর্ক করে বলেছে, গাইডেড-ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন জাহাজ জেসন ডানহামের উপর দিয়ে ভেনেজুয়েলার বিমান উড়ে গেছে। আমাদের মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে হস্তক্ষেপ করার প্রচেষ্টা এটি। পেন্টাগন এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে আরও বলেছে, মাদুরো সরকারের দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের কাছ দিয়ে উড়ে গেছে। ভেনেজুয়েলাকে মার্কিন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মাদক-সন্ত্রাসবিরোধী অভিযানে বাধা বা হস্তক্ষেপ করার জন্য আর কোনো প্রচেষ্টা না করার...